Wednesday, September 27, 2017

কাছের বন্ধু



আপনার সব থেকে আপন মানুষটা আপনাকে কত টুকু বোঝে, ১০০ তে ৮০। নিশ্চয়ই তার থেকে বেশি নয়। আপনার সব থেকে আপন মানুষটি আপনাকে কত টুকু ভালবাসে। ১০০ তে ৮০। নিশ্চয়ই তার থেকে বেশি নয়।হুম সব থেকে আপন জনের মাঝেও তাহলে অপূর্ণতা আছে। আর এই অপূর্ণতা এমনি অপূর্ণতা যেটা অপূরণীয়। আমরা এই প্রত্যাশাটা সবাই করে থাকি আমাদের সব থেকে আপন মানুষ গুলোর কাছ থেকে আমাদের ১০০ তে ১০০ বুঝবে বা ভালবাসবে। আপন মানুষ মানে শুধু মাত্র স্বামী-স্ত্রী,বাবা-মা এমন সম্পর্ক না । কখনও কখনও দুরের কেও আপন এর থেকেও বেশি কিছু হয়ে যাই, আমাদের জীবনে বন্ধুত্তের সম্পর্কটা অনেক অদ্ভুত। এরা কখনও কখনও হয়ে ওঠে আপন এর থেকেও আপন কখনও বা মহাশত্রু। যাই হোক আমি ভালোর পক্ষে, বন্দু আমার আপন জন। অনেক আপন, মা বাবাকে না বলা কথাও বন্ধুকে বলা হয়ে যাই। এমন কি কোন বন্ধু আছে যে কিনা আমার সব কিছু বুঝে নিবে, কিছু বলাও লাগবে না... অসম্ভব। কিন্তু সম্ভব এমন একজন বন্ধু আছেন যিনি তার নিজ কে পরিচয় দেন আল খাবিরু নামে অর্থাৎ তিনি আপনার মনের গোপন সব খবর জেনে রেখেছেন। তিনি তার নিজ কে পরিচয় দেন আল ওয়াদুদু নামে অর্থাৎ প্রেমময়ী, তিনি এমনি প্রেমময়ী যদি আপনি সম্পর্ক করতে পারেন, আপনার সব কিছু তে পূর্ণ করে দিবেন।তিনি তার নিজ কে পরিচয় দেন আল বাররু নামে অর্থাৎ পরম বন্ধু। আপনার সকল বিপদে আপদে আপনার সাথে থাকবেন, একটা মুহূর্তেও আপনার থেকে দূরে সরে যাবে না । আল্লাহ ছাড়া আর কে এমন বন্ধু হতে পারে বলুন, আপনি যেন ওই পরম বন্ধু কে আপনার সাথে সম্পর্ক করে নিতে পারেন এই জন্য তিনি সহজ করে দিছেন সব কিছু ।তিনি তার গুণবাচক নামের মাধ্যমে পরিচয় করিয়ে দিছেন নিজেকে। আমরা জানি বুঝি তবুও ১০০ থেকে ১০০ প্রত্যাশা করি আমাদের কাছের কিছু মানুষ থেকে যারা কিনা আমাদের কখনই ১০০ তে ১০০ দিতে পারবে না...অথছ যিনি ১০০ তে ১০০ দেওয়ার জন্য অপেক্ষাই আছেন আমরা তাকেই দূরে সরিয়ে রাখছি... আল্লাহ আমাদের সবাইকে তোমার সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফীক দান কর। আমীন।

No comments:

Post a Comment

Blog Stats