Monday, October 9, 2017

Free download PDF Paradoxical Sajid by Arif Azad


অনেক দিন পরে একটা ভাল বই পড়ে শেষ করলাম । কুরআন কে আবার নতুন করে জানবার ইচ্ছা করছে। যদিও আমি আস্তিক তবুও আমার নিজেকে নিজেই বলতে ইচ্ছা হচ্ছে সৃষ্টিকর্তাকে কতটুকুই বা জানলাম, শুধু বিশ্বাসই করে গেলাম কিন্তু তার নিদর্শনের ব্যাখ্যা একটুও যাচাই করলাম না, যদি যাচাই করতে পারতাম একটু খানিও তবে ইমান হইত অনেক খানি বেড়ে যেত।নিজের প্রতি ধিক্কার ও একটু একটু দিতে ইচ্ছা হচ্ছে... একই আয়াত কতবার পড়লাম কোন দিন তার ব্যাখ্যা কেমন হতে পারে বুঝেও আসে নাই, শুধু পড়েই গেছি। একান্তই না বুঝলে তাফসির দেখছি কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা মাথাও আসে নাই। কিন্তু বই টা পড়ে অবাক হলাম ব্যাখ্যা ও বিশ্লেষণ দেখে। সবাইকে পড়বার জন্য অনুরোধ থাকল, তাদের জন্য আরও বেশি অনুরোধ থাকবে যারা সৃষ্টিকর্তার প্রতি ইমান এনেও কিন্তু আছে...বা যাদের নাস্তিক বন্ধু আছে।যাদের বই টা পড়বার ইচ্ছা আছে অবশ্যই বইটা কিনে পড়বেন। যাদের কাছে বই টি এখন পৌঁছানোর সম্ভবনা নেই তাদেরকে আমি ২য় এডিশনের এই বই টার লিঙ্ক দিব। পড়তে পারেন। অনেক নাস্তিক বই টি কে এডিট করে বিভ্রাতি মুলক কথা যোগ করেছে। আমি আমার বই তার সাথে এই পিডিএফ টা মিলিয়ে দেখছি।এটা ঠিক আছে, আপনারা পড়তে পারেন।


7 comments:

Blog Stats